advertisement
আপনি দেখছেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে বিশ্ব সম্প্রদায় যখন উদ্বিগ্ন ঠিক সেই মুহূর্তে নেদারল্যান্ডে হামলার ঘটনা ঘটেছে। দেশটির উটরেচট শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। সেইসঙ্গে নয়জন আহত হয়েছে।

netherland attack

স্থানীয় মেয়র জান ভন জানেনের বরাত দিয়ে আলজাজিরা বলছে, মঙ্গলবার সকালে একটি একটি ট্রাম গাড়িতে বসে থাকা লোকজনের ওপর হামলা চালায় ওই বন্দুকধারী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার পর দেশটির বিমানবন্দর, স্কুল-কলেজ ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক ‍রুট বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন যে বা যারাই হোক তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেছেন, ‘উটরেচটে হামলা চালিয়ে আমাদের দেশকে আজ নাড়িয়ে নেওয়া হয়েছে।’

আলজাজিরা বলছে, উটরেচট শহরের পুলিশ সন্দেহভাজন হিসেবে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। গোকমান টানিস নামের ওই ব্যক্তি তুর্কি বংশোদ্ভূত।

স্থানীয় গণমাধ্যম এনওএস বলছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে এমন আশঙ্কায় একটি বাড়ি ঘিরে রেখেছে।

এর আগে ১৫ মার্চ ক্রাইস্টচার্চের ওই হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত ও ৬০ জন আহত হয়। ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রবাদী সন্ত্রাসী ব্রেনটন টারান্ট ওই হামলা চালায়।