advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 48 মিনিট আগে

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে ১০ লাখ ডলার দান করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৮ কোটি।

saudi prince alwalid bin talal

গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে স্বয়ংক্রিয় মেশিনগান নিয়ে হত্যাযজ্ঞ চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রবাদী খ্রিস্টান সন্ত্রাসী ব্রেনটন টারান্ট। ওই হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত এবং কমপক্ষে ৬০ জন নিহত হন।

সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক সিয়াসাত ডেইলি বলছে, অর্থ দানের পাশাপাশি নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন সৌদি প্রিন্স। সেইসঙ্গে আল্লাহ তাদের যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সে দোয়াও করেন বিন তালাল।

এর আগে শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে নিহতদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, ইতিহাসের নিকৃষ্টতম ওই সন্ত্রাসী হামলায় এক সৌদি নাগরিক নিহত এবং একজন আহত হয় বলে ওই সময় দেশটির গণমাধ্যমে বলা হয়।

sheikh mujib 2020