তুরস্ক সিরিয়া আক্রমণ করবে এমন খবর চাউর হওয়ার পর সিরিয়া আক্রমণের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন তুর্কি সরকারের একজন কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে সিরিয়ায় স্থল অভিযান চালানোর গোপন কোনো পরিকল্পনা তুরস্কের নেই বলে জানান তিনি।
সিরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনার খবর অস্বীকার করে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, সিরিয়া আক্রমণের জন্য বরং রাশিয়া দায়ী। রাশিয়াই সিরিয়ায় তার সামরিক অভিযান বাড়িয়েছে।
তিনি বলেন, তুরস্ক একা কোনো কাজই করবে না। কারণ আমরা বৃহৎ একটি জোটের অংশ। মিত্রদের সাথে মিলেমিশেই কাজ করবো আমরা।
উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ গতকাল তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার গোপন পরিকল্পনা করছে বলে দাবি করেন। এর একদিন পরেই তুর্কি কর্মকর্তা রাশিয়ার অভিযোগ নাকচ করে দিলেন।