advertisement
আপনি দেখছেন

যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর ‍গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু কাউন্টিতে এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

america shooting

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ জানায়, একজন শ্বেতাঙ্গ পুরুষ বন্দুকধারী এ ঘটনা ঘটিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। লোকটির বয়স আনুমানিক ৫০ বছর।

কালামাজু কাউন্টির পুলিশ কর্মকর্তা পল ম্যাটইস জানান, তাঁরা একই দিনে অন্তত তিনটি হামলার খবর পেয়েছেন। তবে সেগুলো একই সুতোয় বাঁধা কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারী হামলার সময় একটি কালো অথবা রুপালী রঙের স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) গাড়ি ব্যবহার করেছেন।

 

আপনি আরও পড়তে পারেন

ক্ষেপনাস্ত্র দিয়ে গ্রহাণু ধ্বংস করবে রাশিয়া!

পাকিস্তানে রাজনৈতিক অসন্তোষের মূলে আছে উর্দু ভাষা

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প জয়ী

sheikh mujib 2020