সাগরের নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস ওমানে নেয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি। ইতোমধ্যে এ বিষয়ে একটি সমীক্ষাও শুরু হয়েছে।
আগামী ছয় মাসের মধ্যে এই গ্যাসলাইন সংক্রান্ত সমীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি। এছাড়া ইরানের জ্বালানিমন্ত্রী বিজান জাঙ্গানের সঙ্গে আলোচনার পর পাইপলাইন প্রকল্পটিকে যৌথ প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ওমান সফরের সময় ৬ হাজার কোটি ডলারের এ প্রকল্প সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই প্রকল্পের আওতায় আগামি ২৫ বছর ওমানে প্রতিদিন দুই কোটি ঘন মিটার গ্যাস সরবরাহ করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ওমানের মাধ্যমে ইরান বিশ্ব বাজারে গ্যাস সরবরাহ করবে। গ্যাস প্রক্রিয়া সফল করতে ২০০৭ সালেই ইরান ও ওমান এলএনজি প্ল্যান্ট নির্মাণের একটি চুক্তি করেছিল।