advertisement
আপনি দেখছেন

কানাডার লেক অন্টারিওর উত্তর উপকূলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের পাঁচজন যুক্তরাষ্ট্রের এবং বাকি দুজন কানাডার নাগরিক। কানাডার ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের (টিএসবি) বরাতে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে।

canadian plane crash

গত বুধবার সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটিতে যাবার সময় স্থানীয় সময় বিকেল ৫টার পর কিংস্টন বিমান বন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়।

মার্কিন নাগরিকদের মধ্যে ওটাবেক অবলোকুলভ ও তার স্ত্রী এবং তাদের ৩, ১১ ও ১৫ বছরের তিন শিশু ছিলো বিমানটিতে। কানাডার নাগরিকদের মধ্যে ববোমুরোদ নাবিয়েভ ও তার স্ত্রী বিমানটিতে ছিলেন।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।