advertisement
আপনি দেখছেন

লিবিয়ার মারজাক শহরে সংযুক্ত আরব আমিরাতের ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জনই শিশু, বাকি দুজন নারী। গতকাল রোববার এ হামলার ঘটনা ঘটে। লিবিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা খলিফা হাফতারের সমর্থনে এ হামলা চালিয়েছে আমিরাত।

uae dronআমিরাতি ড্রোন, ফাইল ছবি

তুরস্কের আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয, এ ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড গভর্নমেন্ট (জিএনএ)। স্থানীয় হাসপাতালও জানিয়েছে, নয় শিশু ও দুই নারীর মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

এর আগে গত নভেম্বরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি বিস্কুট কারখানায় হামলা চালিয়েছিল আমিরাত। এতে প্রতিষ্ঠানটির ৭ কর্মী নিহত এবং আরও ১৫ জন আহত হয়।

প্রসঙ্গত, ২০১১ সালে পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের দ্বারা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে সংঘাত লেগেই আছে লিবিয়ায়। দেশটিতে বর্তমানে দুটি সরকার রয়েছে। একটি ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত জিএনএ। আর অপরটি বিদ্রোহীদের এলএনএ। গত এপ্রিলে এলএনএ বাহিনী জিএনএ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।