advertisement
আপনি দেখছেন

চলতি বছরের ২০তম টাইফুন কাম্মুরির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপাইনের উপকূল। শক্তিশালী এ ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ায় ২ লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ টাইফুন আঘাত হানে।

typhoon kammuri hitটাইফুন কাম্মুরির আঘাত

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, টাইফুন কাম্মুরির আঘাতের পর দেশটির প্রধান প্রধান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। এছাড়া ঝড়ের পর উপকূলীয় এলাকায় ভূমিধস ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘণ্টায় একশ ৮৫ কিমি বেগে টাইফুর কাম্মুরি আঘাত হানে। আগামি কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে। সেইসঙ্গে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।

ভৌগোলিক কারণেই ফিলিপাইনে প্রায় প্রতি বছর নানা ধরনের ঝড় আঘাত হানে। এর আগে ২০১৩ সালে সবচেয়ে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে প্রায় সাত হাজার তিনশ মানুষের মৃত্যু হয়।