advertisement
আপনি দেখছেন

গরু নাকি ডিম পাড়ে! এমনটাই ধারণা করে তিনজনের একজন ব্রিটিশ শিশু। দাতব্য সংস্থা ‘কুক স্কুল’ ও রান্নাঘরে সরঞ্জাম বিক্রয় সংস্থা ‘জানুসি’র এর সমীক্ষায় উঠে এসেছে বিস্ময়কর এমন অনেক তথ্য।

cow egg britএকতৃতীয়াংশ ব্রিটিশ শিশু মনে করে গরু ডিম পাড়ে

দেশটির ৬ থেকে ১১ বছরের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা দৈনন্দিন খাদ্য সম্পর্কে কতটুকু ধারণা রাখেন তা জানার জন্যেই মোট ১ হাজার শিক্ষার্থীর ওপর এ সমীক্ষা চালানো হয়।

সমীক্ষার প্রতিবেদনে বলা হয়,  টুনা যে একটা মাছ, তা জানেন না প্রতি ১০ জনে ৩ জন। প্রায় সকলেই আভোকাডো চিনলেও ১০ শতাংশই কোনদিন খেয়ে দেখেননি চেরি টোমেটো।

এর আগে ২০১৭ সালে ২৭ হাজার ৫০০ শিশুর ওপর জরিপ করে ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশন। সে জরিপ অনুসারে প্রতি ৩ জনে ১ জনের ধারণা ছিলো পনির (চিজ) ধরে গাছে!

বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়তে খাদ্যের উৎস সম্পর্কে জানাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এ সম্পর্কে ব্রিটিশ শিশুদের ধারণা হতাশাজনক।

sheikh mujib 2020