advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 14 মিনিট আগে

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ায় আইএমডিবির নির্বাচিত সেরা ১০ তারকার মধ্যে এক নম্বরে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খবর এই সময়।

priyanka chopra

আইএমডিবি প্রো স্টারমিটার র‌্যাংকিং থেকে নেয়া তথ্যের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতি মাসে আইএমডিবিতে যে ২০ কোটি পেজ দেখা হয়, সেই হিসেবেই সবাইকে পেছনে ফেলে দিয়েছেন এই অভিনেত্রী।

এ তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার পরেই নাম রয়েছে দিশা পাটানির। তৃতীয় স্থানে রয়েছেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন। চার নম্বরে উঠে এসেছেন কিয়ারা আডবাণী। পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছেন অক্ষয় কুমার ও সলমান খান। সাত নম্বরে জায়গা করেছেন আলিয়া ভাট। আটে নেমে এসেছেন ক্যাটরিনা কাইফ। এই তালিকায় একেবারে নতুন নাম রাকুল প্রীত সিং (৯ নম্বর) এবং শোভিতা ধুলিপালার (১০ নম্বর)।

একের পর এক সাফল্যের পালক প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে। সম্প্রতি ইউনিসেফের বার্ষিক স্নোফ্লেক বল-এ বিশেষ সম্মানে ভূষিত হন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পান ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা। ইউএনবি।

sheikh mujib 2020