advertisement
আপনি দেখছেন

নাইজারের পশ্চিম সীমান্তে মালি সীমান্তের কাছে এক সেনা ক্যাম্পে সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় কমপক্ষে ৭১ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। এছাড়া এখনও বেশ ক’জন নিখোঁজ আছেন।

niger mali inatesনাইজারের সীমান্তে সন্ত্রাসী হামলায় ৭১ সেনা সদস্য নিহত হয়েছে

আফ্রিকার এ বিশাল অঞ্চলের নিরাপত্তা নিয়ে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সাথে পশ্চিম আফ্রিকার ৫টি দেশের সম্মেলন আসন্ন, ঠিক তখনই এই সন্ত্রাসী হামলাটি হলো।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী ইসুফু কাতাম্বের বরাতে বুধবার বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইনেইটস গ্রামে মর্টার নিয়ে কয়েকশ’ সন্ত্রাসী এ হামলা চালায়। 

এ ঘটনায় হামলাকারীদের ‘প্রতিহত’ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক টুইটে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানায়, মর্মান্তিক এ ঘটনার পর প্রেসিডেন্ট মাহামাদু ইউসুফু তার মিশর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।

২০১৫ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এটিই দেশটির সেনাদের ওপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।