advertisement
আপনি দেখছেন

পাক-ভারত সীমান্তে উত্তাপ বাড়ছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পাক বাহিনীর যেকোনো হামলার জবাব দিতে ভারতীয় সেনারা প্রস্তুন আছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত।

bipin rawat india 2

তিনি জানিয়েছেন, “এলওসি-র পরিস্থিতির অবনতি হতে পারে যে কোনও সময়। আর তার জবাব দিতে আমরা তৈরি আছি।”

ভারতীয় গণমাধ্যম বলছে, গত কয় দিন ধরেই পাক-ভারত সীমান্তের কাছে কাশ্মিরের রাজৌরি সেক্টরে গুলি বিনিময় চলেছ। সোমবার গুরেজ সেক্টরে হামলা চালায় পাকিস্তান। পাক হামলার জবাবে মঙ্গলবার পাল্টা আঘাত হানে ভারত। মঙ্গলবার কাশ্মিরের রাজৌরি সেক্টরে ভারতীয় সেনা আউটপোস্টগুলোতে হামলা চালায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। এদিন সুন্দরবনি সেক্টরে নাথুয়া কাটিব্বা পোস্টেও হামলা চালায় পাক বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য বুঝিয়ে দিল পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটেছে। সেই থেকে সীমান্তরেখা বরাবর গোলাগুলির ঘটনাও বৃদ্ধি পেয়েছে।