advertisement
আপনি দেখছেন

ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভে একদিনেই দেশটিতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার উত্তর প্রদেশ পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

uttar prodes 6 killed

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশ রাজ্যের বিজনর এলাকায় দুইজন, সামবাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মোট ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে খন্ড খন্ড আকারে বিক্ষোভ শুরু হয়। পরে জুমার নামাজের পর বিক্ষোভ ক্রমশই বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে।

তবে রাজ্য পুলিশের মহাপরিচালক ওপি সিং দাবি করে বলেন, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। যদি কোনো গুলি চলে থাকে, তাহলে তা বিক্ষোভকারীদের দিক থেকেই হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর করার মাধ্যমে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত করে নেয় মোদি-অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে প্রতিবাদে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ।