advertisement
আপনি দেখছেন

ফাঁকা জায়গায় মনের আনন্দে ক্রিকেট খেলছিল দুই শিশু। তাদের পাশেই আড্ডা দিচ্ছিল দুইজন মানুষ। শিশুদের বল তাদের একজনের গায়ে লাগাতেই ক্ষেপে যায় সে। পরে দুই শিশুর ওপর গুলিও চালায় সেই পাষণ্ড। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরখণ্ডে।

firing on cricketer india

জানা গেছে, উত্তরখণ্ডের তেহরি জেলার খাওয়ারা গ্রামে ফাঁকা একটা জায়গায় ক্রিকেট খেলছিল দুই শিশু। একজন বল করছিল, আরেকজন ব্যাটিং। তখন ফাঁকা জায়গার পাশেই আড্ডা দিচ্ছিল দুই জন মানুষ। হঠাৎ করেই একটি বল গিয়ে লাগে পাশে বসে আড্ডা দেওয়া একজনের গায়ে। হয়তো একটু ব্যথা পেয়েছিল ওই লোক অথবা জম্পেশ আড্ডায় ছেদ পড়েছিল। তা যেটাই হোক বিষয়টি ভালো লাগেনি তার।

পরে মাথা গরম করে পিস্তল নিয়ে দুই শিশুর দিকে তেড়ে আসে ওই লোক। শুধু তেড়েই আসেনি। দুই শিশুকে উদ্দেশ্য করে গুলিও ছোড়ে সে। দুইজনই গুলিবিদ্ধ হয়।

পরে আশপাশের লোকজন ধরাধরি করে শ্রী ও মহেশ নামের ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানিয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

sheikh mujib 2020