advertisement
আপনি দেখছেন

গত আগস্টে কাশ্মিরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে অঞ্চলটির বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এরপর থেকেই সেখানকার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি স্কুল বন্ধ করে দেয়া হয়। সে ঘটনার সাত মাস পর গতকাল সোমবার খুলেছে সেকানকার স্কুলগুলো। যার ফলে কাশ্মিরের প্রায় ১০ লাখ শিক্ষার্থী এ বছর প্রথমবার স্কুলে যাওয়ার সুযোগ পেল।

after 7 months kashmir school reopen

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে কাশ্মিরের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। সাত মাস অবরুদ্ধ অবস্থায় কাটানোর পর শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে।

১৯ বছর বয়সী স্থানীয় শিক্ষার্থী মুসকান ইয়াকুব বলেন, এতদিন পর স্কুলে আসতে পারে বেশ উচ্ছ্বসিত। এখানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়েছে। বাসায় বসে কোনো কাজ করা হচ্ছিলো না। পড়াশোনাতেও তেমন মনোযোগ দেওয়া সম্ভব হয়নি।

শাফাত আহমেদ নামের আরেক স্থানীয় এক বসিন্দা বলেন, পরিস্থিতি কিছুটা নিরাপদ মনে হচ্ছে। তাই তিনি তার সন্তানকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তার মতো এরকম অন্যরাও নিজেদের সন্তানকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।