ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষে এলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার ঢাবি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘সাম্প্রদায়িক মোদি সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা’ শিরোনামে এ প্রতিবাদ সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
ডাকসু ভিপি বলেন, মোদির হাতে গণ মানুষের রক্ত লেগে আছে। তিনি একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ। ২০০২ সালে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন শুধু রাজনৈতিক ফায়দা লুটতে মোদি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছিলেন। তাই এমন একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মানুষ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অতিথি হিসেবে আসলে দেশের মানুষকে অপমান করা হবে, বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক দলের নেতা নন। তিনি বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের নেতা। বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা। তাই এই মহান নেতার জন্মশতবার্ষিকীতে মোদির মতো মানুষ আসতে পারেন না। তারপরও যদি আসেন, তাহলে দেশের সাধারণ ছাত্ররা তা প্রতিহত করবে।
ভিপি নুর বলেন, মুজিব জন্মশতবার্ষিকীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জীসহ নোবেল বিজয়ী আরো অনেককে দাওয়াত দেওয়া হয়েছে। এমন প্রগতিশীল ও অসম্প্রদায়িক ব্যক্তিদের তারা স্বাগত জানাবেন।
ডাকসু ভিপি বলেন, ‘ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তাদের এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে। তাই ভারতের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, শোষণের নীতি বাদ দিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।’
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, ফারুক হাসান, আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদ ঢাবি শাখা সভাপতি বিন ইয়ামিন মোল্লা, মশিউরসহ শতাধিক নেতাকর্মী।