advertisement
আপনি দেখছেন

শুরু থেকেই ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা করোনাভাইরাসে নিহত কিংবা আক্রান্তের তথ্য গোপন করছে। খোদ দেশটির একজন সংসদ সদস্য এ অভিযোগ আনেন।

iran corona death

এবার বিবিসির এক প্রতিবেদনে সে অভিযোগেরই যেন প্রতিফলন ঘটলো। ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৩৮৮ জন।

তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

তবে বিবিসি বলছে, ইরান কর্তৃপক্ষ মৃতের যে সংখ্যা দিয়েছে, তার চেয়ে ছয় গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর শুক্রবার জোর দিয়ে বলেছেন, তাদের দেওয়া তথ্য স্বচ্ছ এবং বিবিসির বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

এর আগে বেশ কয়েক দিন আগে ইরানের এক সংসদ সদস্য অভিযোগ করেন, দেশটিতে করোনাভাইরাসে ৫০ জনের মৃত্যু হয়েছে। অথচ ইরান সরকার সে সময় ৬ জনের মৃত্যুর কথা বলেছিল। সরকারের বিরুদ্ধে তথ্য গোপনেরও অভিযোগ করেন ওই সংসদ সদস্য।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইরানেই। ইতিমধ্যে দেশটির এক সাবেক রাষ্ট্রদূত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির উপ-রাষ্ট্রপতিও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

sheikh mujib 2020