advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এতদিন চীনের পর অবস্থান করছিল ইরান। আজ বুধবার সে সিরিয়ালে পরিবর্তন এসেছে। প্রাণহানির সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ২৭ জনের। সেই হিসাবে দেশটিতে ঘণ্টায় একজনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে ৭৯ জন প্রাণ হারালেন।

italy coronavirus dead

জানা যায়, আক্রান্তের সংখ্যাতেও ইরানকে ছুঁয়ে ফেলেছে ইতালি। ইরানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই হাজার ৩৩৬ জন। অন্যদিকে, ইতালিতে এ সংখ্যা দুই হাজার ২৬৩ জন।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৭ জনের। তবে ভালো খবর হচ্ছে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬০ জন।

এদিকে, ইতালির প্রতিবেশী ফ্রান্সে নতুন করে ১৪ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সব মিলিয়ে সেখানে মোট আক্রান্ত ২০৪ জন। মৃত্যু হয়েছে চার জনের।

ইউরোপের আরেক দেশ জার্মানিতেও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেখানে মোট ১৯৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সুইজারল্যান্ডে ৫৫ জনের শরীরে পাওয়া গেছে ভাইরাসটি। তবে দেশ দুটিতে এখনো কারো মৃত্যু হয়নি।

সর্বশেষ তথ্যমতে, বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০২ জনে। আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৬৯১ জন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ২৭০ জন। আর মারা গেছেন ২ হাজার ৯৮১ জন।

এ ছাড়া বিশ্বের ৮০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ৫ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছে, আর মারা গেছেন ৩১ জন।