advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাতিল করা হচ্ছে একের পর এক ফ্লাইট। সঙ্গত কারণে বিশ্বব্যাপী আকাশপথে এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিমান চলাচল বাতিল ও সীমিত করেছে অনেক দেশ। ইন্ডিয়া টুডে জানায়, বিশ্বজুড়ে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

china airlines

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানায়, করোনাভাইরাসের কারণে রাজস্ব আয়ে ২৯০ কোটি ডলার ক্ষতি হয়েছে। গত এক দশকে প্রথম এই ধরনের ক্ষতি মুখে পড়ল বিমান চলাচল শিল্প। এর ২০০৩ সালে সার্সে এই ধরনের ক্ষতি হয়েছিল। ক্ষয়ক্ষতির বেশির ভাগই হয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। শুধু চীনের এয়ারলাইনসগুলোর ক্ষতিই ১২৮০ কোটি ডলার।