advertisement
আপনি দেখছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভাইরাসের সঙ্গে তুলনা করেই ক্ষান্ত হননি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল; এও বলেছেন, করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর ‘মোদি ভাইরাস’। পশ্চিমবঙ্গের সিউড়িতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

modi virus

অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা। এর আগেও তিনি নরেন্দ্র মোদিকে নিয়ে বারকয়েক কটাক্ষ করেছেন। এবার ভাইরাসের সঙ্গে তুলনা করে বললেন, ‘করোনার চেয়ে বড় আতঙ্কজনক ভাইরাস রয়েছে ভারতে। ইয়েস ব্যাংক শেষ হয়ে গেল, অর্থনীতি ধ্বংস হয়ে গেল, হাওয়া হয়ে গেল আট লাখ হাজার কোটি টাকা। এর চেয়ে বড় ভাইরাস আর কী হতে পারে। এর নামই মোদি ভাইরাস।’   

অনুব্রত মণ্ডল আরও বলেন, মোদি ভাইরাস কীভাবে নষ্ট করা যায় তার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের গবেষণাগারে গবেষণা হচ্ছে, চেষ্টা চলছে প্রতিষেধক আবিষ্কারের‌। সিএএ ও এনআরসি নিয়ে এই নেতা বলেন, আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায় প্রথম এই আইনের প্রতিবাদ করেছিলেন। তার দেখাদেখি এখন ভারতের প্রায় সব রাজ্যে ‘না না’ রব উঠেছে।

sheikh mujib 2020