advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাস পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলাফল এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ তিনি করোনা আক্রান্ত নন। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন কোনলে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

trump corona free

শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প নমুনা পরীক্ষায় অনীহা জানিয়েছিলেন, রাজি ছিল না হোয়াইট হাউসও। কিন্তু দিনকয়েক আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার প্রেস সচিবসহ কয়েকজনের সঙ্গে বৈঠকের পর যখন জানা গেল ওই বৈঠকে উপস্থিত থাকা দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে মত পাল্টে নমুনা পরীক্ষায় রাজি হন ট্রাম্প।

ওদিকে করোনাভাইরাস আতঙ্কে আইসোলেশনে গেছেন ট্রাম্প কন্যা ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। ঘরে বসেই তিনি দাপ্তরিক সব কাজ কর্ম সারছেন।  

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭০০। মারা গেছেন ৫৪ জন।