advertisement
আপনি দেখছেন

মুসলিম বিশ্বের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে জেরুজালেমের ওয়াকফ কমিটি রোববার এ সিদ্ধান্ত গ্রহণ করে। খবর ইয়েনি সাফাক।

al aqsa jerujalemআল-আকসা মসজিদ, জেরুজালেম

ওয়াকফ কর্তৃপক্ষ জানায়, ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সাবধানতার অংশ হিসেবেই মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করে হয়েছে। তবে মসজিদের বাইরের অংশে এখনো নামাজ আদায় করা যাবে।

মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, ওয়াকফ কর্তৃপক্ষের আদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তাই এখন থেকে মসজিদের অভ্যন্তরে কেউ নামাজ আদায় করবে না।

al aqsa mosqueআল-আকসা মসজিদ, জেরুজালেম

এদিকে, ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ঘরে বসে নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ৩৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।

sheikh mujib 2020