advertisement
আপনি দেখছেন

চীনে করোনা ঝড় প্রায় থেমে গেছে। ইতালি, স্পেনেও স্তিমিত হয়েছে কিছুটা। কিন্তু যুক্তরাষ্ট্রে এখনও দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই মহামারি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৫৫ জন মানুষ। সবমিলিয়ে এই সংখ্যাটা ১১ হাজার ছুঁই ছুঁই, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ৯০৩ জন।

usa 7april

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হওয়ার হার আরো ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে কভিড-১৯ পজিটিভ এসেছে ৩০ হাজারেরও বেশি মানুষের। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ লাখ ৬৭ হাজার।

দেশটির চিকিৎসকরা মৃত্যুর সংখ্যা আরো অনেক বেড়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন। কারণ প্রায় ৯ হাজার রোগী আছেন সংকটাপন্ন, যাদের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তাছাড়া আক্রান্ত সাড়ে ৩ লাখেরও বেশি রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১৯ হাজার। সবমিলিয়ে সামনের দিনগুলো ভয়ংকরতম হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য।

দেশটির একটি অঙ্গরাজ্য নিউইয়র্কেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার মানুষ। মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৭৫৮ জন। মোদ্দাকথা, বিশাল যুক্তরাষ্ট্রে যত আক্রান্ত এবং মৃত, তার অর্ধেকটাই নিউইয়র্কের দখলে!