করোনার মহামারি ঠেকাতে দীর্ঘ দিন লকডাউনে ছিল ভারত। এতে গোটা ভারতজুড়ে বন্ধ ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা। ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মন্দার কবলে পড়েছে দেশটির অর্থনীতি।
মন্দার কবলে ভারতীয় অর্থনীতি
এমনকি চলতি (২০২০-২১) অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেও ভারতের আর্থিক অবস্থার কোনো অগ্রগতি হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাম্প্রতিক রিপোর্টেই বিষয়টি উঠে এসেছে। ব্যাংকটির আর্থিক নীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের ওই রিপোর্টে বলা হয়েছে, অর্থনীতির করুণ অবস্থা দেশকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম 'নাওকাস্ট'-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গেল সেপ্টেম্বরে দেশটির আর্থিক বৃদ্ধি সংকুচিত হতে পারে ৮.৬ শতাংশ। গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থনীতি সংকুচিত হয়েছিল ২৪ শতাংশ।
আরবিআই-এর প্রকাশনায় বলা হয়েছে, ২০২০-২১ অর্থ বছরের প্রথমার্ধে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মন্দার কবলে পড়েছে ভারত।
ভারত সরকার আগামী ২৭ নভেম্বর অফিসিয়ালি পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।