advertisement
আপনি দেখছেন

সাগরের সীমাহীন জলরাশিতে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনা যেন থামছেই না। অক্টোবর এবং চলতি মাস মিলে এমন ঘটনা ঘটেছে ৮টি। সর্বশেষ ৭৪ অভিবাসীর সলিল সমাধি ঘটলো ভূমধ্যসাগরে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লিবিয়ার খোমস উপকূলীয় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই আফ্রিকার তরুণ ও যুবক। উন্নত জীবনের আশায় যারা ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলো।

migrants died

ওই নৌকায় মোট ১২০ জন অভিবাসী ছিল। ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার তৎপরতা চালায় লিবিয়ার কোস্টগার্ড। তবে ৪৭ জনের বেশি জীবিত উদ্ধার করতে পারেনি তারা। মারা গেছেন বাকি ৭৪ জন, যাদের অধিকাংশের মরদেহ তুলে আনা হয়েছে। এছাড়া অনেকেই সাগরের উত্তাল জলরাশিতে চিরতরে হারিয়ে গেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, উন্নত জীবনের আশায় আফ্রিকা ছাড়াও বেশ কয়েকটি অঞ্চলের মানুষ এভাবে জীবনকে পরোয়া না করে ইউরোপে পাড়ি জমাচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে। মূলত দালালদের প্ররোচনায় এমন ঝুঁকি নিতে রাজি হয় হতদরিদ্র মানুষগুলো। যেসব দেশ থেকে মানুষগুলো বেরিয়ে আসছে, সেসব সরকারকে আরো কঠোর হতে হবে।

sheikh mujib 2020