যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটবে- এমনটা মনে করে না তুরস্ক। সেইসঙ্গে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ নিয়ে বাইডেন প্রশাসন তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও প্রত্যাশা করছে না দেশটি।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের একে পার্টির ডেপুটি চেয়ারম্যান নোমান কুর্তুলমাস বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
দেশটির গণমাধ্যম ইয়েনিসাফাক জানিয়েছে, ক্ষমতাসীন দলের ওই নেতা বলেন, তারা মনে করেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সম্ভবত খুবই সতর্কতার সঙ্গে এবং ভারসম্যপূর্ণভাবে বিবেচনা করবেন। (ক্ষেপণাস্ত্র ইস্যুতে) তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনা তিনি (বাইডেন) রাখতে চাইবেন না।
একে পার্টির ডেপুটি চেয়ারম্যান বলেন, তিনি বিশ্বাস করেন যে, ভবিষ্যতে তিনি (নতুন মার্কিন প্রেসিডেন্ট) ইতিবাচক পদক্ষেপ নেবেন।