করোনার উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রকোপ ফের বাড়ছে। গত ৮ মাস পর করোনায় একজনের মৃত্যু হয়েছে দেশটিতে, নতুন শনাক্ত হয়েছে ১৩৮ জন। আজ বৃহস্পতিবার চীনা স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের এক করোনা রোগী
মৃত ওই ব্যক্তি দেশটির রাজধানী বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবেই প্রদেশের বাসিন্দা বলে জানানো হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রদেশটির অনেকগুলো শহরে লকডাউন রয়েছে।
আলজাজিরা জানায়, চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ডিসেম্বরে। পরবর্তীতে এতে ব্যাপক প্রাণহানি ঘটলেও মে মাসের মাঝামাঝি থেকে সেখানে মৃত্যুর মিছিল পুরোপুরি বন্ধ হয়।
দেশটিতে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে
নতুন করে দেশটির উত্তরাঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের পাশাপাশি জরুরি অবস্থাও জারি করা হয়েছে সেখানে।
চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, সারা দেশে কমপক্ষে ৮৮৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৪ জনের অবস্থা গুরুতর।
উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা
এদিকে, করোনার উৎসের সন্ধানে আজ বৃহস্পতিবার উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে অনুসন্ধান কার্যক্রম শুরু করবে দলটি।