ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। এরপর এর প্রতিক্রিয়ায় ইহুদি রাষ্ট্রটি গাজা উপত্যকায় হামাসের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা
সেখানে বলা হয়েছে, দক্ষিণের শহর আশদোদের নিকটে উপকূলের দিকে গাজা উপত্যকা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় তাদের জঙ্গি বিমান গাজা উপত্যকায় হামাসের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেটিকে তারা ভূমধ্যসাগরে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা
অন্যদিকে, ফিলিস্তিনের গাজার প্রতিরক্ষা সূত্র জানায়, ছিটমহলের দক্ষিণ খান ইউনিস এলাকায় ইসরায়েলি হামলায় খামার ও জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরব নিউজের খবরে বলা হয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে এখন অবধি কোনো দাবি করা হয়নি।