advertisement
আপনি দেখছেন

ফ্রান্সে তথাকথিত 'ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদ' নির্মূল করার জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের প্রচেষ্টার অংশ হিসেবে একটি সনদের অনুমোদন দিয়েছেন দেশটির মুসলিম নেতারা। ম্যাক্রোনের অনুরোধে সনদটি তৈরি করেছে ফরাসি কাউন্সিল অফ মুসলিম ধর্ম (সিএফসিএম) কর্তৃপক্ষ।

france ccifফরাসি মুসলিমদের বিক্ষোভ, পুরনো ছবি

সোমবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সনদটির অনুমোদন দেয়া হয়। এটি ফ্রান্সে ইসলাম চর্চার মধ্যেও ফরাসি ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে ‘সমর্থন’ করে এবং চরমপন্থী আদর্শকে প্রত্যাখ্যান করে। পাশাপাশি লিঙ্গভেদে সাম্যের স্বীকৃতিসহ রাষ্ট্রীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে সহায়তা করে।

'এটি ইসলামবাদ নামে পরিচিত রাজনৈতিক ইসলামকেও প্রত্যাখ্যান করে এবং সালাফিজম বা ওহাবীবাদ, মুসলিম ব্রাদারহুড এবং তাবলিগী জামাত আন্দোলনের অনুসারী হওয়াকে একই ক্যাটাগরিতে সংজ্ঞায়িত করে।' 

'সনদের শর্তাবলীর মধ্যে রয়েছে, ইমামদের অবশ্যই লিঙ্গের সমতা মেনে নিতে হবে এবং অনুসারীদের শিক্ষা দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে, 'বিশেষ কিছু সাংস্কৃতিক অনুশীলন ইসলাম থেকে উদ্ভূত নয়'। যেমন- নারীদের গোপনাঙ্গের পর্দা ফেটে যাওয়া, জোর করে বিবাহ এবং তথাকথিত কুমারীত্বের পরীক্ষা বাতিল এর অন্তর্ভুক্ত।'

france ccif1

'এ ছাড়া সনদের স্বাক্ষরকারীদের 'ধর্ম-বর্ণ, বৈষম্য এবং সকল ধরনের বিদ্বেষের বিরুদ্ধে নিন্দা করতে হবে। যার মধ্যে রয়েছে ইহুদিবাদবিরোধিতা, সমকামিতা এবং কৃপণতা। বিদেশি শাসকদের মন রক্ষা করতে জাতীয়তাবাদী বক্তব্য ছড়িয়ে দেয়ার জন্য মসজিদগুলো তৈরি করা হয়নি, সে ব্যাপারে নজর দিতে হবে।'

সিএফসিএম সভাপতি মোহাম্মদ মোসাউসই এক টুইট বার্তায় বলেন, 'এই সনদটি ধর্মনিরপেক্ষতাসহ প্রজাতন্ত্রের নীতি এবং ফরাসি মুসলমানদের সম্পূর্ণ নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম বিশ্বাসের সামঞ্জস্যতা পুনরায় নিশ্চিত করে। পরামর্শ এবং সদস্যপদ গ্রহণের লক্ষ্যে শিগগিরই এটি ইমাম ও আঞ্চলিক মুসলিম নেতাদের সঙ্গে শেয়ার করা হবে।'

sheikh mujib 2020