advertisement
আপনি দেখছেন

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে একটি অভিজাত মসজিদ হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। নির্মাণ প্রকল্পটি এরইমধ্যে অনুমোদন করেছেন সৌদি বাদশাহ।

king salman mosque

বিষয়টি জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর সঙ্গে মসজিদটির নকশার তিনটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

সৌদি আরব সফরে থাকা ইমরান খান পোস্টটিতে লিখেছেন, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের নামে মসজিদটি নির্মাণ করা হবে। এটি হবে ইসলামাবাদের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউ) নতুন ক্যাম্পাসে।

পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্প্রতি বেশ দূরত্ব তৈরি হয় সৌদি আরবের। তা মেরামত করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে বৈশ্বিক চাপে থাকা রিয়াদ।

king salman mosque 1

ইসলামাবাদও এগিয়েছে দীর্ঘদিনের ঘনিষ্ট মিত্র সৌদির সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে। তারই অংশ হিসেবে ইমরান খানকে আমন্ত্রণ জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তাতে সাড়া দিয়ে গতকাল শুক্রবার দেশটি সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আগমুহূর্তে রিয়াদ সফর করেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।