advertisement
আপনি দেখছেন

মরণঘাতী করোনাভাইরাসের থাবায় লণ্ডভণ্ড ভারত। গত বেশ কিছু দিন ধরেই দেশটিতে প্রতিদিন তিন হাজারের বেশি মৃত্যু এবং সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

india cv update 10 21

আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ৩ লাখ ৬৬ হাজার ১৬৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৪ জন।

ভারতীয় গণমাধ্যম দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এ নিয়ে দেশটিতে মোট ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে

india cv 150 per hour lost live

এ ছাড়া গত একদিনে দেশটিতে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৮১৩ জন। যা দৈনিক সংক্রমণের প্রায় কাছাকাছি। এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭।