advertisement
আপনি দেখছেন

ইসরায়েলি কর্তৃপক্ষের নির্যাতনে এক ফিলিস্তিনি ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার গ্রুপ। গত বৃহস্পতিবার (২২ জুলাই) তারা এ অভিযোগ উত্থাপন করে।

israel 1ইসরািইলের একটি নজরদারী পোস্ট

অভিযোগে জানা গেছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল মস্কোবিয়ে ইন্টারোগেশন সেন্টারে চালানো নির্যাতনে মারা যান ৪৩ বছর বয়সী আবদু আল খতিব।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি নামের বেসরকারি একটি সংস্থার মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, আবদু আল খতিবের পরিবারের কাছে পাঠানো রিপোর্ট এবং অন্যান্য বন্দির কাছ থেকে জানা তথ্যে দেখা গেছে, তাকে বিদ্যুতের শক দেয়া হয়েছে এবং প্রহার করা হয়েছে।

israel 2ইসরাইলের একটি কারাগারে কয়েকজন ফিলিস্তিনি বন্দী, ফাইল ছবি

আমানি সারাহনেহ বলেন, ময়নাদতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণগুলো যথাযথভাবে জানা যাবে।

চার সন্তানের পিতা আল খতিব পূর্ব জেরুজালেমের শুফাত ক্যাম্পে থাকতেন। একদিন ট্রাফিক রুলস ভাঙার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপগুলো জানায়, ইসরায়েলি কারাগারে বর্তমানে চার হাজার ৮৫০ জন ফিলিস্তিনি আটক রয়েছেন। এর মধ্য ৪১ জন নারী, ২৫২ জন শিশু এবং ৫৪০ জন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন।