advertisement
আপনি দেখছেন

বিতর্কিত লাদাখ সীমান্তে গত বছরের জুনে সংঘর্ষে জড়িয়েছিল চীন ও ভারতের সেনাবাহিনী। এতে ভারতীয় সেনা সদস্যরা চীনা সেনাদের হাতে নাকাল হয়েছেন। সে সময় চীন দাবি করেছিল, সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেলসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি ভারতীয় সেনা। এছাড়া চীনা সেনারা একজন লেফটেন্যান্ট কর্নেল ও দুই মেজরসহ কমপক্ষে ১০০ ভারতীয় সামরিক কর্মীকে বন্দী করেছে।

indian army finalচীনের সেনাবাহিনীর হাতে আটক ও আহত ভারতীয় সেনা

ভারত প্রথমে চীনের এসব দাবি অস্বীকার করলেও পরে চীনা সেনা কর্তৃপক্ষ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভারত তা স্বীকার করে নেয়। ওই সময় ভারত দাবি করে, সংঘর্ষে চীনা সেনাবাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু চীনাদের মতো প্রমাণ দিতে ব্যর্থ হয় তারা।

সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সৈন্যদের হাতে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের মারধরের ছবিগুলো আবারও চীনা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। নতুন করে আলোচনায় আসে বিষয়টি।