জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার, ১৪ জানুয়ারি, দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি খবর দিয়েছে।
শেখ ইকরিমা সাবরি
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েনে ৮২ বছর বয়সী এই মুসলিম পণ্ডিত। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
তুরস্কের সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে, শেখ সাবরি ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারিত্বের কঠোর সমালোচনা করে আসছেন। এ কারণে দখলদার ইসরায়েলি বাহিনী তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে।
পবিত্র আল আকসা মসজিদ, ফাইল ছবি
এর আগে ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলের মুফতি পদে অধিষ্ঠিত ছিলেন শেখ ইকরিমা সাবরি। জেরুজালেমের আল আকসা মসজিদের গ্রান্ড মুফতি ছাড়াও মুসলিম বিশ্বে একজন হক্কানি আলেম সুপরিচিত তিনি।