তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘ভুল পদক্ষেপ’ নিয়েছে জানিয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে সতর্ক করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি। জিয়েচি গত বুধবার টেলিফোন আলাপকালে এই সতর্ক বার্তা দেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়াত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
মার্কিন নিরাপত্তা উপদেষ্টাকে সতর্ক করল চীনের শীর্ষ কূটনীতিক
জিয়েচি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভুল বয়ান এবং পদক্ষেপ গ্রহণ করছে। যা চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সামিল এবং স্বার্থের জন্য ক্ষতিকর। কিন্তু এগুলো বর্জন করে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে কাজ করা উচিত যুক্তরাষ্ট্রের। অন্যথায় চীন কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া নিয়ে আসবে।’
উল্লেখ্য, ১৯৪৯ সালের গৃহযুদ্ধের সময় চীন এবং তাইওয়ান বিভক্ত হয়। এরপর থেকে বেইজিং দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্রিত করতে ক্রমাগত বলপ্রয়োগ করে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক-চীন নীতি বেইজিংকে তাইওয়ানের সরকার হিসেবে স্বীকৃতি দেয়, তবে তাইপেইয়ের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সম্পর্কেরও অনুমতি দেয়। সম্প্রতি দ্বীপটিকে নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে মারাত্মক বিরোধ চলছে।