সৌদি আরব তার নাগরিকদের ভারতসহ ১৬টি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ এর নতুন আরেকটি ধরনের প্রাদুর্ভাব বাড়ায় এ ঘোষণা দেয় সৌদি আরব। খবর আরব নিউজ।
১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব
সৌদির ডিরেক্টরেট জেনারেল অব পাসপোর্ট অনুসারে, যেসব দেশে নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো- লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, রাশিয়া ও ভেনেজুয়েলা।
কোভিডের নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে সম্প্রতি চীন বেশ কয়েকটি শহরে কড়াকড়ি কোয়ারেন্টাইন আরোপের ঘোষণা দিয়েছিল। এর কিছুদিন পর সৌদি আরব এ পদক্ষেপ নিল।
বিমানবন্দরে এক নারীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে
সৌদি আরবে কোভিড কমে আসার প্রেক্ষিতে দুই বছর পর এবারই হজ্জ ও ওমরাহর ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে গত রমজানে সৌদির পবিত্র স্থানগুলোতে মুসল্লিদের ঢল নামে। আশা করা হচ্ছে, আসন্ন হজেও প্রচুর মানুষ দেশটিতে আসবে।
এদিকে, সৌদি আরবে কোভিড-১৯ এর আরো কিছু ধরনের সন্ধান পাওয়া যাচ্ছে। এর প্রেক্ষিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১৭ মে কোভিড-১৯ এর ৬২১টি নতুন কেস রেকর্ড করেছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাত লাখ ৬৩ হাজার ৪২ জন। এর মধ্যে মারা গেছে নয় হাজার ১৩০ জন। সুস্থ হয়েছে সাত লাখ ৪৭ হাজার ৪৯২ জন।