অধিকৃত জম্মু-কাশ্মিরের একটি থানায় গত ১৩ জুলাই এক ডজনের বেশি লোক হাজির হয়েছিলেন। তাদের সবার অভিযোগ, এক নারী তাদের সঙ্গে প্রতারণা করেছে। তাদেরকে বিয়ে করে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে। পুলিশ একই অভিযোগকারী ২৭ ব্যক্তির নাম পেয়েছে। খবর সিয়াসাত ডেইলি।

marrige 3ফাইল ছবি

মধ্য কাশ্মিরের বুদগাম জেলার একটি থানাতে হাজির হয়ে প্রতারিত ব্যক্তিরা জানান, তারা প্রত্যেকেই এক নারীর দ্বারা প্রতারিত হয়েছেন। ওই নারী ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে তাদের প্রত্যেককেই বিয়ে করেছে। কয়েক মাস তাদের সঙ্গে অবস্থান করেছে। পরে একসময় সুযোগ বুঝে লাখ লাখ টাকার নগদ ও অলঙ্কার নিয়ে পালিয়ে গেছে।

আলতাফ নামের এক ব্যক্তি জানান, বিভিন্ন কারণে আমার বিয়ে করতে দেরি হয়ে গিয়েছিল। ফলে আমি কনে পাচ্ছিলাম না। এমন সময় একজন ম্যাচমেকার (ঘটক) আমার সঙ্গে শাহিনা নামে একজনকে পরিচয় করিয়ে দেয়। আমি তাকে দুই লাখ রুপি দেনমোহরে বিয়ে করি। বিয়ের কয়েক মাস পর শাহিনা জানায়, সে রাজৌরিতে তার বাবার বাড়িতে যেতে চায়। আমি সম্মতি দিলে যে রওয়ানা করে। এখন পর্যন্ত সে আর ফিরে আসেনি।

abid andrabi the victims lawyerভুক্তভোগীদের আইনজীবী আবিদ

আরেক ভুক্তভোগী নিসার আহমদ বলেন, তিনি ছয় লাখ রুপি খরচ করে বিয়ে করেছেন। বিয়ের কয়েক সপ্তাহ পর ওই নারী জানান, তার এক আত্মীয়কে দেখতে তিনি হাসপাতাল যাবেন। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে যান, আর ফিরে আসেননি।

আলতাফ-নিসারের মতো মোট ২৬ জনের খোঁজ পেয়েছে পুলিশ, যাদের সঙ্গে প্রতারণার এই ঘটনা ঘটেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। অভিযুক্ত ওই নারী সবার সঙ্গেই প্রায় একই ধরনের নাটক করেছে। প্রথমে বিয়ে করেছে। তারপর কিছুদিন থেকে নগদ টাকা ও অলঙ্কার নিয়ে পালিয়ে গেছে।

ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগীরা সম্প্রতি একটি বিক্ষোভ করেছে। একজন ভুক্তভোগী বলেন, আমরা ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। যাতে নতুন করে আর কেউ তার শিকার না হয়।

ভুক্তভোগীদের আইনজীবী আবিদ জানান, এটি সংঘবদ্ধ একটি গ্যাংয়ের কাজ। এতে কিছু ম্যাচমেকারও জড়িত। সে মেয়েটিকে বিয়ে ইচ্ছুক লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং পরে বিয়েও দেয়। কয়েক সপ্তাহ পর সে টাকা-পয়সা নিয়ে ভেগে যায়। এক্ষেত্রে ভুক্তভোগীদের অধিকাংশই বয়স্ক বা প্রতিবন্ধী। এ ধরনের লোকদের সহজে ফাঁদে ফেলা যায় বলে তাদেরকেই শিকার বানায় ওই গ্যাং।

এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। একজন ম্যাচমেকারকে আপাতত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.