সম্প্রতি ভেনাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে কাগজের মতো পাতলা এবং ভাঁজ করা যায় এমন ওএলইডি ডিসপ্লে প্রদর্শন করেছে কোরিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এলজি। যদিও ভাঁজ করা যায় এমন ডিসপ্লেটি এলজির ক্ষেত্রে প্রথম নয়। এর আগে প্রতিষ্ঠানটি ২০১৪ সালেও ভাঁজ করা যায় করা যায় এমন ডিসপ্লে প্রদর্শন করেছিল। বলা হচ্ছে, সেটিরই আপডেট ভার্সন হচ্ছে নতুন এই ডিসপ্লে।

lg monitor

এছাড়াও প্রতিষ্ঠানটি বর্তমানে ৫৫ ইঞ্চির এমন একটি ডিসপ্লে উৎপাদন করার পরিকল্পনা করছে যা উভয় দিক দিয়েই চিত্র প্রদর্শন করতে পারবে বলে এক সূত্রের মাধ্যমে জানা গেছে। ইতোমধ্যে এলজি ২৫ ইঞ্চির ‘ওয়াটারফল’ বাঁকানো এলসিডিও ডিসপ্লেও বানানোরও চেষ্টা করছে করছে বলে জানিয়েছে ওই সূত্র।

এলজির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আরও একটি ডিসপ্লে উৎপাদনের চেষ্টা করছে যেটির সাইজ হবে ১০.৩ ইঞ্চি। যা হাতে পড়া গ্লাভসের ওপরেও কাজ করতে পারবে।

জাপানের একটি প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম জানিয়েছে, এলজির এই নতুন প্রযুক্তির ডিসপ্লে অ্যাপল তাদের ২০১৮ সালে নিজেদের ডিভাইসে সংযুক্ত করার চেষ্টা করছে। এতে তারা সফল হবে বলেও প্রত্রিকাটি আশাবাদ জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে এলজি এবং স্যামসাং যৌথভাবে অ্যাপলের আইফোনের জন্য অর্গানিক এলইডি বা ওএলইডি তৈরি করে দিয়েছিল। এবার এলজি একাই অ্যাপলের সাথে চুক্তি করতে পারে বলে ধারণা করছেন সবাই।

 

আপনি আরো পড়তে পারেন 

আসছে নতুন প্রজন্মের গুগল গ্লাস

ফেব্রুয়ারিতে আসছে স্যামসাং এর পঞ্চাশ লাখ ফোন

আসছে বিকল্প পাসওয়ার্ড পদ্ধতি

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.