সাময়িক সময়ের জন্য চীনে থাকা সব অফিস বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি কোম্পানি গুগল। চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তাইওয়ান, হংকংয়ের অফিসও বন্ধ করে দেয়া হতে পারে। শুধু গুগল নয় অ্যাপলসহ আরো অনেক কোম্পানিই তাদের কার্যক্রম কমিয়ে এনেছে এবং বেশিরভাগই সাময়িক সময়ের জন্য অফিস বন্ধ করে দিচ্ছে।

google and apple shut down all offices in china

অ্যাপল জানায়, চীনে তাদের ভোক্তা সংখ্যা কমে গেছে। সেখানকার লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকায় তাদের চীনে অবস্থিত স্টোর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাণিজ্যিক কারণে কাউকে চীনে যেতে নিষেধ করা হয়েছে। সেখানে অ্যাপলের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে ভাইরাস সংক্রমণ রোধে কেয়ার কিট সরবরাহ করা হচ্ছে।

গত ডিসেম্বরে এ ভাইরাসের আবির্ভাবের এক মাসের কম সময়ের মধ্যেই তা বিপদজ্জনক হয়ে ওঠে। এ ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। যদিও দল চীনা গবেষক দাবি করেছে তারা প্রতিষেধক আবিষ্কারে সক্ষম হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি এখনো নিশ্চিত করেনি। তাছাড়া করোনাভাইরাস কতটা বিপজ্জনক এবং এটা একজন থেকে আরেকজনের শরীরে কীভাবে ছড়িয়ে পড়ছে এ বিষয়গুলো এখনও পরিষ্কার নয়।

corona vairus in chaina

তবে এখন পর্যন্ত জানা গেছে ভাইরাসটি সংক্রমিত হলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। যা প্রবল আকার ধারণ করে। এটি এত দ্রুত ছড়াচ্ছে যে, চীনা প্রশাসন তাতে লাগাম টেনে ধরতে পারছে না। বরং চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সতর্ক করে বলেছে, ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৭০ জনের মত মারা গেছেন। সরকারি হিসেব মোতাবেক এক হাজার ৭শ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা অনেক বেশি।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.