একটি গাছ আর কতো বছর বাঁচে? বেশি হলে একশ বা দেড়শ বছর। কিন্তু এমন একটি গাছ বিজ্ঞানীরা আবিস্কার করেছেন যার বয়স কয়েক শতক নয় পাক্কা ১০ হাজার বছর। ঠিকই জানলেন, সুইডেনে একটি গাছ পাওয়া গেছে যার প্রকৃত গাণিতিক বয়স ৯ হাজার ৫৫৮ বছর।

oldest tree of the world

সম্প্রতি স্বীকৃতি পাওয়া ঐতিহাসিক এ গাছটি রয়েছে সুইডেনের টালার্না প্রদেশে। স্থানী ফুলু পর্বতের পাদদেশেই প্রায় ১০ হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছটি। মূলত গাছটি একটি স্প্রুস ট্রি। অন্যান্য গাছের তুলনায় এই সহস্রবর্ষী গাছটি বেশ লম্বা হয়। সুইডেনের এই এলাকায় এরকম অন্তত ২০ টি গাছ রয়েছে, যাদের প্রতিটির বয়স ৮ হাজার বছরের চাইতেও বেশি।

বিজ্ঞানীরা বলছেন, ১৯৪০ সাল থেকে সুইডেনের বিষাক্ত মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য কণিকা না পেয়ে আকাশের দিকে বেড়ে উঠতে শুরু করেছে গাছটি। ২০০৮ সালের দিকে দেশটির ওমেয়াঁ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ কুলমান প্রথম গাছটির সন্ধান পান। এরপর প্রায় ৮ বছর পর অধ্যাপকের সেই দাবিটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে সমর্থিত ও স্বীকৃতি পেয়েছে। তার প্রবন্ধটি ‘জার্নাল ইভলিউশন’-এর জুন মাসের সংখ্যায় ছাপানো হয়েছে।

এই উদ্ভিদ বিজ্ঞানী পরবর্তিতে কার্বন পরমাণুর একটি আইসোটোপ (সি-১৪) দিয়ে গাছটির বয়স বের করেন। তার হিসাব মতে গাছটির বয়স ৯ হাজার ৫৫৮ বছর। হিন্দুধর্মের মহাভারত লেখারও ৭ হাজার বছর আগে জন্ম নেয় গাছটি।  

জানা যায়, সুইডেনের এই গাছটির কাণ্ড মরে গেলে নতুন কাণ্ডের জন্ম হয়। গাছগুলোর শিকড় খুব দ্রুত মাটির গভীরে যেতে পারে। উদ্ভিদ বিজ্ঞানীরা ধারণা করছেন, গাছটি তুষারযুগের সময় স্ক্যানডেনেভিয়ায় ছিল। পরে পাখির মাধ্যমে বা বাতাসে বীজ উড়ে সুইডেনে জন্ম নেয়।

সুইডেনের এই গাছটি আবিস্কারের আগে পৃথিবীর সবচেয়ে বয়সী গাছটি ছিল আমেরিকার। আমেরিকার সেই পাইন গাছটির বয়স ছিল ৪ থেকে ৫ হাজার বছর।
 

আপনি আরো পড়তে পারেন

স্ত্রীর উপর রাগ করে ৪৮ বছর বনবাস!

মানুষের বাড়িতে কাজ করে বেড়ান যে সাবেক এমপি

৩৪ কোটি টাকায় একটি গাড়ির নম্বর প্লেট

অ্যাম্বুল্যান্সেই বিয়ের আয়োজন

সবচেয়ে বড় মাকড়সার জাল

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.