ভারতের তামিলনাড়ু রাজ্যের শিবগঙ্গা জেলার পল্লীসানথাই থিডালে আবিষ্কৃত হয়েছে শতাব্দী প্রাচীন সভ্যতার ভগ্নাবশেষ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের বেঙ্গালুরু শাখার চালানো এক খননকার্যের সময় এটি আবিষ্কৃত হয়। বিশেষজ্ঞদের মতে কিলাডি গ্রামে আবিষ্কৃত এই সভ্যতা হরপ্পা এবং মহেনঞ্জোদারোর সমতূল্য হতে পারে।

harappa found in tamilnadu

এই প্রাচীন সভ্যতা আবিষ্কারের কাজ বিশ্বের প্রায় সব দেশেই চলে। এই ধরণের কাজগুলো সাধারণত পুরাতত্ত্ব বা নৃতত্ত্ব বিভাগই পরিচালনা করে থাকে। ভারতের পুরাতত্ত্ব বিভাগের বেঙ্গালুরু শাখা ২০১৫ সালে প্রথম খননকার্য শুরু করে তার ধারাবাহিকতায় সম্প্রতি শিবগঙ্গা জেলার কিলাড়ি গ্রামের সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে আশি একর ব্যাপী কৃষি জমিতে খনন কাজ চালিয়ে মিলেছে এই দক্ষিণী মহেনঞ্জোদারোর খোঁজ।

৫৩টি জায়গায় এই খননকার্য চালানো হয়। খনন কার্য শুরু হওয়ার পর থেকে এই জায়গা থেকে পাওয়া গেছে লোহার তৈরি নানা সামগ্রী, বাসনপত্র। খ্রীষ্টপূর্ব তিন শতকের কিছু অ্যারেন্টাইন বাসনের অংশ থেকে বোঝা যায় সে সময়ে বিদেশের সঙ্গে আমদানি রপ্তানিও চলত এখানে।

সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট কে অমরনাথ রামকৃষ্ণ জানিয়েছেন, ভাইগাই নদীর ধারে মাটির নিচে লুকিয়ে আছে হরপ্পা-মহেঞ্জোদরোর মতোই আস্ত নাগরিক সভ্যতার ধ্বংসাবশেষ যা সামনে নিয়ে আসতে পারে বহু অজানা তথ্য। সিন্ধু সভ্যতার মতো এখানেও নাগরিক সভ্যতার উন্নতমানের শহর এবং নানা সুযোগ-সুবিধার প্রমাণ পাওয়া যায়। আইআইটি খড়গপুর এবং পুরাতত্ত্ব বিভাগের গবেষকদের দাবি, মেসোপটেমিয়া থেকেও সিন্ধু সভ্যতা আরও প্রাচীন। পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে সিন্ধু সভ্যতা প্রায় আট হাজার বছরের পুরনো।

চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত খনন কাজ চলবে বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন

'নির্দোষ' প্রমাণিত হলেন দার্শনিক সক্রেটিস

ঘুমের জন্য কর্মীদের অর্থ দেয় কোম্পানি

পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা কতো?

স্মার্টফোনের চেয়েও বন্দুক সস্তা যে শহরে!

খামারে উৎপাদিত হচ্ছে মশা!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.