নির্বাচন কমিশন গঠন বিষয়ে প্রস্তাব তুলে মূলত পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বিএনপির প্রধান খালেদা জিয়া। এমন অভিযোগ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের সদস্যমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের এই মুখপাত্র রোববার ধানমণ্ডিতে দলের এক জরুরি সভায় এ কথা বলেন। নাসিম বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন কমিশন বিষয়ে তার যে প্রস্তাব দিয়েছেন, তা মূলত পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা।’
তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুসারে নির্ধারিত সময়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এটি একটি মীমাংসিত বিষয়। খালেদা কেবল এই মীমাংসিত বিষয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।’
এ সময় তিনি আরো বলেন যে, রাষ্ট্রপতি নিজে নির্বাচন গঠন করবেন এবং তার আগে তিনি নিশ্চয় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।