রাজধানীর মহাখালীতে অবস্থিত অন্যতম বৃহৎ কড়াইল বস্তিতে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ শতাধিক ঘর পুড়ে গেছে। গৃহহীণ হয়ে পড়েছেন সহস্রাধিক মানুষ। তবে এই ঘটনায় হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে ব্র্যাক সেন্টারের উত্তর দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিকাল চারটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক।
এদিকে স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান মফিজ জানিয়েছেন, আগুনের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা পাঁচশরও বেশি এবং গৃহহীণ হয়ে পড়েছেন হাজারো মানুষ।
আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর জানান, ঘটনাস্থলের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুন লেগেছে বলে তিনি শুনেছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।