২০১৮ সালের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রোববার দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যেই দোহাজারি থেকে চকোরিয়া এবং চকোরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন বসানোর জন্য টেন্ডার আহবান করা হয়েছে।
এর আগে এবারের সংসদ অধিবেশন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে একটি বৈঠকে সিদ্ধান্ত নেয় জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি।