জিয়ার কবর না থাকলে চন্দ্রিমা উদ্যানের স্থাপনাটি বুলডজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ। এর আগে সেখানে জিয়ার কবর আছে কিনা তা দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর আছে কিনা সেটা দেখতে হবে। যদি সেখানে তার কবর না থাকে তবে স্থাপনাটি গুঁড়িয়ে দেয়া দরকার।’
হাছান মাহমুদ এ সময় নারায়ণগঞ্জ নির্বাচন নিয়েও কথা বলেন। তার মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জেতার জন্য প্রার্থী দেয়নি। তিনি বলেন, ‘বিএনপি জানে তারা সেখানে ব্যর্থ হবে। কিন্তু আওয়ামী লীগ ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারে একতাবদ্ধ। তিনি এতোদিন যে সব কাজ করেছেন, তাতে তিনি অবশ্যই জয়লাভ করবেন।’
তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীর জয়লাভের কোনো সম্ভাবনা নেই। নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই হলো বিএনপির একমাত্র উদ্দেশ্য। এ কারণেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে।’