রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জামায়াত-শিবির কর্মীদের মিছিল যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় পৌছালে পুলিশ গুলি ছুঁড়ে। এরপর জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর জানান, জামায়াত-শিবির কর্মীরা স্থানীয় কোনাপাড়া মুরগির ফার্ম এলাকায় একটি মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অবনী শঙ্কর জানান, পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় ব্যাপক তল্লাশী চালানো হচ্ছে। এছাড়া মিছিল থেকে ব্যানারসহ তিনজনকে আটক করা হয়েছে।