advertisement
আপনি দেখছেন

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, যিনি ২০১৭ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন তিনি শুক্রবার রাতে বাড়ি ফিরে এসেছেন বলে তার এক মেয়ে জানিয়েছেন।

maruf zaman

শবনব জামান নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর...আমার বাবা ফিরে এসেছেন।’ এ সময় যারা তাদের পাশে থেকে সমর্থন জুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন শবনব ও তার বোন সামিহা জামান।

শবনব আরও লেখেন, তাদের এখন একান্ত সময় প্রয়োজন, যাতে তারা বিষয়টি কাটিয়ে উঠতে পরেন। ‘এ মুহূর্তে আমাদের আরও কোনো মন্তব্য বা বিস্তারিত জানানোর নেই।’

মারুফ জামান নিজের মেয়েকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিতে ২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন। কিন্তু তিনি পরে বিমানবন্দরে যাননি বা বাসায়ও ফেরেননি।

মারুফ জামানের নিজের চালানো প্রাইভেটকারটি পরে পুলিশ ৩০০ ফুট সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।