advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 32 মিনিট আগে

রাজধানীর বনানী বাণিজ্যিক এলাকার বহুতল ভবন এফআর টাওয়ারে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চারটি কমিটি গঠন করা হয়েছে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহতের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

banani fire 2

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে এই ঘটনা তদন্ত করতে বলা হয়েছে এবং সাত দিনের মধ্যে এ ধরনের ঘটনা এড়াতে পরামর্শ দিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এফআর টাওয়ারের অনুমোদন এবং নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা তা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইউএনবি।

sheikh mujib 2020