advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 48 মিনিট আগে

ভোটযুদ্ধে ব্যস্ত ভারত। বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন প্রদেশে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে প্রথমদফার ভোট গ্রহণে দেশটির রাজ্যে রাজ্যে সংঘর্ষ, গুলি, ইভিএম ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোটের লড়াই শেষ হবে আগামী ২৩ মে।

election india and bangladesh

'ভোটের প্রচারে মোদি-হাসিনায় যত মিল' শিরোনামের এক সংবাদে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিভিন্ন কার্যকলাপের সঙ্গে মোদির কাকতালীয় মিল খুঁজে পেয়েছে গণমাধ্যমটি। মূলত ভারতীয় বিশ্লেষকরা শেখ হাসিনার বেশ কিছু কৌশলের সঙ্গে মোদির কৌশলগত মিল খুঁজে পেয়েছেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে 'হাসিনা: আ ডটারস টেল' নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিভিন্ন দুঃখ-বিষাদের চিত্র ফুটে ওঠে। ভারতীয় গণমাধ্যম বলছে, সিনেমাটির লক্ষ্য ছিল ভোটের আগে বাংলাদেশিদের আরও বেশি শেখ হাসিনার কাছাকাছি নিয়ে যাওয়া। জনগণের ভালোবাসা অর্জন করা।

হাসিনার পথ ধরেই ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতে মুক্তি যাচ্ছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে চলচ্চিত্র ‘পিএম নরেন্দ্র মোদি’। বহুল আলোচিত এই সিনেমাটি ১২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু দেশটির ভারতের নির্বাচন কমিশন আজ জানিয়ে দিয়েছে, ভোট শেষ হওয়ার আগে ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পাবে না।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার কৌশলে ছিলেন চলচ্চিত্র তারকারা। জাতীয় নির্বাচনে রিয়াজ, ফেরদৌসের জননন্দিত রুপালি পর্দার অনেক তারকাই আওয়ামী লীগের পক্ষে ভোট চান। এমনটা হচ্ছে মোদির ক্ষেত্রেও। বলিউডের তারকা পরিচালক করণ জোহর ও রোহিত শেটি, অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা যাচ্ছে মোদির সঙ্গে।

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সেরা ক্রিকেট তারকা অধিনায়ক মাশরাফিকে আওয়ামী লীগে যুক্ত করেন শেখ হাসিনা। সাকিব আল হাসানেরও আওয়ামী লীগে যোগদানের খবর পাওয়া যায়। ভারতের নির্বাচনেও ক্রিকেট তারকা গৌতম গম্ভীরকে নিজের দলে নেন মোদি।

এছাড়াও বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধীদলগুলো ঐক্য গড়ে তুলেছিল। তেমনি ভারতে মোদিকে সরাতে বিরোধীরা ঐক্য গড়ে তুলেছে। বিভিন্ন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেমন দেশের অতন্দ্র প্রহরী হিসেবে উল্লেখ করা হতো তেমনি বিজেপি দেশ রক্ষায় 'চৌকিদার' স্লোগান তুলেছে।

sheikh mujib 2020