advertisement
আপনি দেখছেন

ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছূটির বিষয়ে লিখিত প্রাপ্তির দাবিতে অনড় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ছুটির দিনেও আন্দোলন কর্মসূচি পালন করেছে।

protest bobi uni

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচতলায় প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে যা চলে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত। এ সময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি গানও পরিবেশন করেন।

এদিকে পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলশোভা যাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পহেলা বৈশাখে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চায়।

কর্মসূচির বিষয়বস্তু চূড়ান্ত করতে আরও সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘পহেলা বৈশাখে কর্মসূচি যাই হোক আমাদের সকল শিক্ষার্থীর দাবির কথা ফুটিয়ে তোলা হবে।’